জেলা প্রতিনিধি
বগুড়া: গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) রাতে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কবি নজরুল ইসলাম সড়কে সমাবেশ করেন বিক্ষোভকারীরা। এরপর সেখানে জেলা জাতীয় পার্টি (জাপা) ও অঙ্গ-সহযোগী সংগঠনের অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, ছাত্র-জনতার নামে এই মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে কবি নজরুল ইসলাম সড়কে গিয়ে শেষ হয়। পরে সেখানে জাতীয় পার্টি কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক উইং কেন্দ্রীয় সংগঠক ডা. আবদুল্লাহ আল সানী, নেহালসহ অন্যরা।
বক্তারা বলেন, আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছিল জাতীয় পার্টি। ফ্যাসিস্টের সহযোগী হিসেবে তাদেরও বিচার করতে হবে। জাতীয় পার্টি এখন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তারা নূরের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সমাবেশ শেষে জাপা অফিসে ভাঙচুরের ঘটনাও ঘটে।
এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি বগুড়া জেলা জাতীয় পার্টির নেতারা।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0