সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

পুলিশে পদোন্নতি: অতিরিক্ত সুপার পদে ৫৯ কর্মকর্তা

সোমবার (৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: বাংলাদেশ পুলিশের ৫৯ জন কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার (অতিরিক্ত এসপি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে বিসিএস (পুলিশ) ক্যাডারের ৩৪তম, ৩৫তম ও ৩৬তম ব্যাচের কর্মকর্তাদের পাশাপাশি বিভাগীয় পদোন্নতির কর্মকর্তারাও রয়েছেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে যোগদানপত্র জমা দিতে হবে।

এর আগে গত বুধবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানের সঙ্গে বৈঠক শেষে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানান, জাতীয় সংসদ নির্বাচনের আগে নতুন করে নিয়োগ ও পদোন্নতির মাধ্যমে পুলিশে আরও চার হাজার এএসআই যুক্ত হবেন। তিনি বলেন, নতুন এএসআইয়ের অর্ধেক সরাসরি নিয়োগ এবং বাকি অর্ধেক পদোন্নতির মাধ্যমে পূরণ করা হবে।

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0