রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

মানুষের জন্ম উদ্যোক্তা হওয়ার জন্য, চাকরির জন্য নয়: প্রধান উপদেষ্টা

সকালে রাজধানীর মোহাম্মদপুরে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ভবন-২ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: মানুষ চাকরির পিছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার দিকে এগিয়ে যাক—এমন আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, মানুষের জন্ম মূলত উদ্যোক্তা হওয়ার জন্য, চাকরি করার জন্য নয়।

আজ রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মোহাম্মদপুরে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ভবন-২ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।

এ সময় তিনি বলেন, নতুন ভবন উদ্বোধনের মাধ্যমে সংস্থার অর্জনকে আরও এগিয়ে নিতে হবে। পিকেএসএফ আগের কাঠামো অনেকটাই বদলে ফেলেছে। বিনিয়োগে গিয়ে এটি এখন আরও বড় আকারে কাজ করতে পারে।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস আরও বলেন, এখনকার তরুণদের মধ্যে বড় ধরনের পরিবর্তন এসেছে। কোনো প্রতিষ্ঠানের সঙ্গে আবদ্ধ না থেকে তারা স্বতন্ত্রভাবে কাজ করতে পারছে। প্রযুক্তির কারণে তারা বিশ্বের সঙ্গে যুক্ত হচ্ছে। এখন উদ্যোক্তা হওয়ার যে সুযোগ তৈরি হয়েছে, তরুণরা সেটি কতটা কাজে লাগাতে পারছে, তা গুরুত্বপূর্ণ।

তিনি আরও উল্লেখ করেন, প্রতিটি মানুষ যেন নিজের লক্ষ্যে পৌঁছাতে পারে সেজন্য সহযোগিতার ক্ষেত্র বাড়াতে হবে। পাশাপাশি বর্তমান পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনে বিনিয়োগের আইনকানুনে পরিবর্তন আনা যায় কি না, সেটিও দেখতে হবে।

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0