বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: বাংলাদেশে নবনিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে মুসলিম উম্মাহর ভ্রাতৃপ্রতীম দুই দেশের মানুষের নিবিড় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে, উভয় পক্ষ আশা প্রকাশ করেন যে, আগামী দিনে এই সম্পর্ক আরও সমৃদ্ধ হবে।
দক্ষিণ এশিয়ার দুই দেশের সমৃদ্ধ সংস্কৃতি, অভিন্ন জীবনাচরণ, ঐতিহ্য ও সাহিত্য উভয় দেশের মানুষকে অপরিমেয় জ্ঞান ও আনন্দময় জগতের দ্বার খুলে দিতে পারে বলে তারা মতামত ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে উভয় দেশের সাংস্কৃতিক যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রে সাংস্কৃতিক দল এবং টিভি অনুষ্ঠান বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
এতে সংস্কৃতি বিষয়ক সচিব মো. মফিদুর রহমানও উপস্থিত ছিলেন।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0