মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

উত্তর বনাম দক্ষিণের প্রেম, আসছে ‘পরম সুন্দরী’

কেরালার মনোরম ব্যাকওয়াটার্সের পটভূমিতে তাঁদের এই প্রেমগাথা চিত্রায়িত হয়েছে।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: এই বছরের সবচেয়ে প্রতীক্ষিত রোমান্টিক সিনেমা ‘পরম সুন্দরী’-এর মুক্তির তারিখ অবশেষে ঘোষিত হলো। আগামী ২৯ আগস্ট, ২০২৫ তারিখে বড় পর্দায় আসছে সিদ্ধার্থ মালহোত্রা এবং জাহ্নবী কাপুরের নতুন জুটির এই প্রেমের গল্প। মুক্তির তারিখ ঘোষণার পাশাপাশি, আজই (৩০ জুলাই) মুক্তি পেয়েছে ছবির প্রথম গান ‘পারদেসিয়া’, যা প্রকাশের সঙ্গে সঙ্গেই সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে।

পরিচালক তুষার জলোটা এবং প্রযোজক দিনেশ ভিজানের ম্যাডক ফিল্মস প্রযোজিত এই সিনেমার গল্প গড়ে উঠেছে দুই ভিন্ন সংস্কৃতির প্রেমকে কেন্দ্র করে। উত্তর ভারতের এক চঞ্চল যুবক (সিদ্ধার্থ) এবং দক্ষিণ ভারতের এক মার্জিত তরুণীর (জাহ্নবী) মধ্যেকার সাংস্কৃতিক সংঘাত এবং ভালোবাসাই এই ছবির মূল উপজীব্য। কেরালার মনোরম ব্যাকওয়াটার্সের পটভূমিতে তাঁদের এই প্রেমগাথা চিত্রায়িত হয়েছে।

এর আগে ছবির টিজারে সোনু নিগমের কণ্ঠে একটি রোমান্টিক গানের ঝলক দর্শকদের মন জয় করেছিল। এবার ‘পারদেসিয়া’ গানটি মুক্তির পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে রয়েছে। ভক্তরা বলছেন, “এই বছরের সেরা লাভ স্টোরি হতে চলেছে ‘পরম সুন্দরী’।”

ছবিতে শুধু প্রেমই নয়, হাসি-মজা, সাংস্কৃতিক বিভ্রান্তি এবং অসাধারণ লোকেশনের এক ভরপুর বিনোদনের প্যাকেজ অপেক্ষা করছে দর্শকদের জন্য। সিদ্ধার্থ ও জাহ্নবীর নতুন এই রসায়ন দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সিনেমাপ্রেমীরা।


   

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0