বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: ব্যবসা-বাণিজ্য, শিল্প, বন্দর ও রাজস্ব আদায় কার্যক্রম অধিকতর গতিশীল রাখার লক্ষ্যে গঠিত উপদেষ্টা পরিষদ কমিটির আহ্বায়ক এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, জাতীয় রাজস্ব বোর্ডের নাম পরিবর্তন করে দুটি বিভাগ করা হচ্ছে। এগুলো হলো, রাজস্বনীতি বিভাগ ও রাজস্ব বাস্তবায়ন বিভাগ। দুটি বিভাগের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগে একটি নীতিমালা করা হবে।
রবিবার (১৩ জুলাই) সকালে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের ব্যবসা-বাণিজ্য, শিল্প, বন্দর ও রাজস্ব আদায়ের অগ্রগতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, এনবিআরকে দুই বিভাগ করার ক্ষেত্রে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশে কিছু ত্রুটি রয়েছে। সেগুলো সংশোধনের সুপারিশ করা হবে। অধ্যাদেশে চতুরতার আশ্রয় নেওয়া হয়েছে। তবে এনবিআর দুই বিভাগ করার বিষয়ে এখন আর কর্মকর্তাদের আপত্তি নেই।
তিনি বলেন, এনবিআর কর্মকর্তাদের আন্দোলন এক পর্যায়ে সরকারবিরোধী আন্দোলনে পরিণত করা হয়। দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত করা ও রাজস্ব আদায় বাধাগ্রস্ত করাই আন্দোলনের উদ্দেশ্য ছিল। এ কারণে এনবিআর কর্মকর্তারা সরকারের আস্থা হারিয়েছেন। তাদের কর্মতৎপরতার মাধ্যমেই সেই আস্থা ফিরিয়ে আনতে হবে। দেশের অর্থনীতি প্রত্যাশার জায়গায় না এলেও এখন গতিশীল হয়েছে বলে তিনি মনে করেন।
সংবাদ সম্মেলনে কমিটির সদস্য শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান উপস্থিত ছিলেন।
বাংলাফ্লো/এসকে
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0