মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

একযোগে ২২৫ কর পরিদর্শককে বদলি করেছে এনবিআর

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বদলিকৃত কর পরিদর্শকরা তাদের নামের পাশে নির্ধারিত কর্মস্থলে দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) একযোগে ২২৫ জন কর পরিদর্শককে বদলির সিদ্ধান্ত নিয়েছে। বুধবার (২৭ আগস্ট) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সংস্থাটি। এতে স্বাক্ষর করেন এনবিআরের সচিব মো. আনিসুল ইসলাম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বদলিকৃত কর পরিদর্শকরা তাদের নামের পাশে নির্ধারিত কর্মস্থলে দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে এনবিআর ধারাবাহিকভাবে একাধিক কর্মকর্তাকে বদলির পদক্ষেপ নিয়েছে। গত ১৮ আগস্ট একযোগে বদলি করা হয় ১৩১ জন সহকারী কর কমিশনারকে। ১৯ আগস্ট বদলি করা হয় ৪১ জন অতিরিক্ত কর কমিশনারকে। এরপর ২০ আগস্ট বদলি করা হয় ৫৩ জন অতিরিক্ত সহকারী কর কমিশনারকে।

এ ছাড়া একই দিনে পৃথক প্রজ্ঞাপনে ৬৩ জন কর পরিদর্শককে অতিরিক্ত সহকারী কর কমিশনার পদে পদায়নের মাধ্যমে বদলি করা হয়।

বাংলাফ্লো/সিএস

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0