বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষে রনি খান (২০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় পারটেক্স গলি এলাকায় ‘দাঁতভাঙা সোহাগ’ গ্রুপের সদস্যরা প্রতিপক্ষ ‘পিচ্চি আবীর’ গ্রুপের সদস্য রনিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পুলিশ এই ঘটনায় এখন পর্যন্ত চারজনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় ‘দাঁতভাঙা সোহাগ’ গ্রুপের সদস্যরা রনির ওপর হামলা চালায়। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আহত রনির বড় ভাই রকি সাংবাদিকদের বলেন, সোহাগ ও রিপনসহ ১৫-১৬ জন মিলে তাঁর ভাইকে কুপিয়েছে। তিনি জানান, রনির মাথার হাড় ভেঙে গেছে এবং হাঁটুর হাড় প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে।
তবে এই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানিয়েছে, আহত রনি খান নিজেও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। রায়েরবাজার ফাঁড়ির ইনচার্জ নাজমুল হাসান বলেন, “কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে রনি গুরুতর আহত হয়েছে। ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে।”
তিনি আরও একটি চাঞ্চল্যকর তথ্য দিয়ে বলেন, “আহত রনির বিরুদ্ধেও মোহাম্মদপুর থানায় চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতির প্রস্তুতির একাধিক মামলা রয়েছে। তার নামে দুটি গ্রেফতারি পরোয়ানাও ঝুলছে।”
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। কিশোর গ্যাংয়ের এই দৌরাত্ম্যে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0