বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫

স্ট্রাইকারের খোঁজে ম্যানচেস্টার ইউনাইটেড

ব্যর্থতার বৃত্ত ভাঙার মিশনে কোচ পুরো স্কোয়াড ঢেলে সাজাতে চাইছেন। গত মৌসুমে রেড ডেভিলরা সবচেয়ে বেশি ভুগেছে আক্রমণভাগ নিয়ে। সেই আক্রমণভাগ পুনর্গঠনের কাজ অনেকটাই গুছিয়ে এনেছেন আমোরিম।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: দুই বছর আগে আটালান্টা থেকে বেশ হাঁকডাক করে ৭২ মিলিয়ন পাউন্ডে রাসমুস হুয়েলুন্দকে কিনেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ২২ বছর বয়সী এ ডেনিশ স্ট্রাইকারকে এখন ৩০ মিলিয়ন পাউন্ডেও বিক্রি করতে পারছে না তারা। চার বছর আগে অনেক লড়াই-যুদ্ধ করে ৭৩ মিলিয়ন পাউন্ডে বরুশিয়া ডর্টমুন্ড থেকে ইংলিশ প্রতিভা জেডন সানচোকে কিনেছিল। ২৫ বছর বয়সী এ উইঙ্গারকে এখন নামমাত্র মূল্যেও কেউ কিনতে চাইছে না। আক্রমণভাগের আরও দুই তারকা আলেহান্দ্রো গারনাচো, এন্থনি এবং গোলরক্ষক আন্দ্রে ওনানা লেফটব্যাক টাইরেল ম্যালাসিয়াকেও বিক্রি করতে পারছে না। এ জন্য নতুন খেলোয়াড় কিনতে পারছেন না ম্যানইউ বস রুবেন আমোরিম।

ব্যর্থতার বৃত্ত ভাঙার মিশনে কোচ পুরো স্কোয়াড ঢেলে সাজাতে চাইছেন। গত মৌসুমে রেড ডেভিলরা সবচেয়ে বেশি ভুগেছে আক্রমণভাগ নিয়ে। সেই আক্রমণভাগ পুনর্গঠনের কাজ অনেকটাই গুছিয়ে এনেছেন আমোরিম। উলভস থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যাথিউস কুনহা এবং ব্রেন্টফোর্ড থেকে ক্যামেরুনিয়ান ফরোয়ার্ড ব্রায়ান এম্বেমোকে কিনেছেন তারা ১৩০ মিলিয়ন পাউন্ড খরচ করে। সেন্টার ফরোয়ার্ড হিসেবে এখন তারা লাইপজিগ থেকে বেঞ্জামিন সেসকোকে নিতে চাইছেন। ২২ বছর বয়সী স্লোভাক এ স্ট্রাইকারের জন্য নিউক্যাসলের সঙ্গে লড়াই করতে হচ্ছে তাদের। অথচ কোচের পরিকল্পনায় না থাকা খেলোয়াড়দের বিক্রি করতে পারছেন না বলে নতুন স্ট্রাইকারের জন্য ফান্ডের সমস্যা হচ্ছে। সে সঙ্গে তাদের মোটা বেতন তো রয়েছেই।

হুয়েলুন্দকে বিদায় করতে পারলেই সেসকোকে ওল্ড ট্র্যাফোর্ডে আনার পথটা সুগম হয়। শোনা গিয়েছিল ৩০ মিলিয়ন পাউন্ডে পুরোনো ঠিকানা সিরি ‘এ’ ক্লাবে ফিরে যেতে চাইছেন ডেনিশ তারকা। কিন্তু গত সপ্তাহে শিকাগোতে বোর্নমাউথের বিপক্ষে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে ৪-১ ব্যবধানে জয়ের পর ম্যানইউতে থাকার ইচ্ছা ব্যক্ত করেছেন তিনি।

কোচের পরিকল্পনায় না থাকা পাঁচ ফুটবলার জুনের শেষ দিকেই ক্লাবকে জানিয়ে দিয়েছেন যে তারা ক্লাব ছাড়তে চান। এই পাঁচজনের মধ্যে শুধু মার্কাস রাশফোর্ড ধারে বার্সেলোনায় যোগ দিয়েছেন। গারনাচোকে ন্যাপোলি নিতে চাইছিল বলে শোনা গিয়েছিল। কিন্তু আর্জেন্টাইন ফরোয়ার্ডের মোটা বেতনের কারণে সরে গেছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। এখন চেলসির তালিকায় তিনি আছেন বলে জানা গেছে। ব্রাজিলিয়ান উইঙ্গার এন্থনিকে তিন বছর আগে আয়াক্স থেকে ৮২ মিলিয়ন পাউন্ড দিয়ে কিনেছিল ম্যানইউ। কিন্তু প্রত্যাশা পূরণ করতে না পারায় গত মৌসুমে তাঁকে ধারে রিয়াল বেটিসে পাঠানো হয়। স্প্যানিশ ক্লাবটি তাঁকে স্থায়ীভাবে রাখতে আগ্রহী। তবে বেতন নিয়ে এখনও বনিবনা হয়নি। আরেক খেলোয়াড় লেফটব্যাক ম্যালাসিয়া অবশ্য বিপদে আছেন।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0