এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: টিকটকার প্রিন্স মামুনের সঙ্গে নিজের বয়সের পার্থক্য ২৫ বছর বলে জানিয়েছেন লায়লা আখতার। তিনি বলেন, আমাদের বয়সের পার্থক্য ২৫ বছর। ওর বয়স এবার ২৫ হবে, আমার ৫০।
আজ বুধবার (২৭ আগস্ট) সোশ্যাল মিডিয়ায় পরিচিত টিকটকার লায়লা আখতার ফরহাদকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে ক্যান্টনমেন্ট থানায় করা মামলায় আরেক টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। এদিন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালতে মামলার বাদীর জবানবন্দি রেকর্ড করেন।
এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে এক প্রশ্নের জবাবে লায়লা বয়সের পার্থক্য নিয়ে এ কথা বলেন।
লায়লাকে চেনেন না, মামুনের এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, চিনতে পারার কথা না আসলে। কারও মধ্যে দ্বন্দ্ব হয়ে গেলে আমরা পরিচিত মানুষকেও চিনি না। উনি যদি চিনতে চাইতেন সুন্দর একটা সম্পর্ক ছিল আমাদের মধ্যে, সেটা থাকতো। যেহেতু তিনি উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার জীবনে এসেছিলেন এবং উদ্দেশ্য হাসিল হয়ে যাওয়ার পর চলে গেছে, সুতরাং চলে যাওয়ার পর আর মনে রাখার প্রয়োজন নেই।
প্রিন্স মামুনের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি আরও বলেন, এই মুহূর্তে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আগে বাগদত্তা ছিল।
এরপর সাংবাদিকরা লায়লাকে বলেন, কিন্তু তার মা দাবি করেছে আপনারা ভাই-বোন ছিলেন। এই প্রসঙ্গে লায়লা আরও বলেন, এটা যদি আপনারা ২০২২ সালের তার মায়ের কোনো বক্তব্য দেখেন, সেখানে আমাকে প্রিন্স মামুনের বউ হিসেবে দাবি করেছেন। এখন পাঁচ বছর পর যদি ভাই-বোন দাবি করেন, আমার বলার কিছু নেই।
আপনার টার্গেট একদম কম বয়সী কেন? এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, টার্গেট বলতে আপনি যা বুঝাচ্ছেন, প্রিন্স মামুনের সঙ্গে সম্পর্কের আগে আমি বিবাহিত ছিলাম। সেখানে আমার স্বামী আমার চেয়ে বয়সে বড় ছিল। আপনি বলতে পারেন, যাদের সঙ্গে ভিডিও করি তারা কম বয়সী। কিন্তু যাদের সঙ্গে ভিডিও করি তাদের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক নেই।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0