বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ

দেশের বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষকরা ‘এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর ব্যানারে সমাবেশে যোগ দিচ্ছেন।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আজ বুধবার (১৩ আগস্ট) সকাল ১০টায় এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ শুরু হয়েছে। সমাবেশের আয়োজন করেছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। দেশের বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষকরা ‘এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর ব্যানারে সমাবেশে যোগ দিচ্ছেন। ফলে তোপখানা রোডের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে গেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এলাকা না ছাড়ার ঘোষণা দিয়েছেন তারা।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রেস ক্লাবের সামনে মহাসমাবেশ চলবে। এরপর শিক্ষকরা সচিবালয় অভিমুখে পদযাত্রা করবেন।

জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, বেলা বাড়লে শিক্ষকদের উপস্থিতি আরও বাড়বে। দাবি আদায়ে বেসরকারি শিক্ষকরা আজকে নতুন ইতিহাস তৈরি করবেন।

জোটের নেতারা জানান, সমাবেশ সফল করতে প্রতিটি বিভাগে আটজন করে শিক্ষককে সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে। বিভাগীয় সমন্বয়করা জেলা ও উপজেলা পর্যায়ে সমন্বয়ক মনোনীত করেছেন। শিক্ষকদের নির্বিঘ্নে আসা-যাওয়া নিশ্চিত করতে আগেই বাস রিজার্ভ রাখা হয়েছে। কোনো কোনো উপজেলা থেকে একাধিক বাস রিজার্ভ করা হয়েছে।

সমাবেশে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে ৩০০ স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করছেন। নেতারা জানান, জাতীয়করণসহ বিভিন্ন দাবি আদায়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করলেও পূর্ববর্তী সরকার কার্যকর পদক্ষেপ নেয়নি। এমনকি জাতীয় প্রেস ক্লাবের সামনে ৪৪ দিনব্যাপী অবস্থান কর্মসূচির পরও দাবি উপেক্ষিত ছিল।

এবার জাতীয়করণ, ভাতা বৃদ্ধি ও অন্যান্য দাবি আদায়ে ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দেন শিক্ষকরা। এতে অংশ নিতে দেশের ৬৪ জেলার এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা রাজধানীতে এসেছেন।

বাংলাফ্লো/সিএস

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0