বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। অনুষ্ঠানে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য সজাগ দৃষ্টি রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনী।
খামারবাড়ি মোড় ও ধানমন্ডি ২৭ মোড় থেকে মানিক মিয়া এভিনিউ মুখী পুরো এলাকায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে মানিক মিয়া এভিনিউতে দেখা গেছে, অনুষ্ঠানস্থলে ধীরে বাড়ছে লোকসমাগম। এদিকে মানিক মিয়া এভিনিউতে প্রবেশে দুটি পথের মুখে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশ-র্যাব, বিজিবি, আনসার সদস্যরা মোতায়েন রয়েছে। ধানমন্ডি ২৭ মোড় ও খামার বাড়ি মোড়ে ব্যারিকেট দিয়ে আটকে রাখা হয়েছে। যাতে অনুষ্ঠানে আগত জনতা পায়ে হেঁটে মানিক মিয়া এভিনিউতে প্রবেশ করতে পারেন।
ভেতরে পুলিশের গোয়েন্দা সদস্যরা সাদা পোশাকে নজরদারিতে রয়েছেন। এছাড়া আনসার বাহিনীর স্পেশাল টিমের সদস্যদের নিরাপত্তায় দায়িত্বে থাকতে দেখা গেছে। ধানমন্ডি ২৭ মোড় থেকে খামারবাড়ি পর্যন্ত সংসদ ভবনের পুরো সড়কটিতে বিভিন্ন স্থানে পুলিশ সদস্যদের অবস্থান থাকতে দেখা যায়।
এদিকে জনতার চলাচলে প্রতিটি মেট্রোরেল স্টেশনে অবস্থানে থাকতে দেখা গেছে। এদিকে সংসদ ভবনের চারপাশের সড়কে পুলিশ বিজিবি ও আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর টহল দিচ্ছিলেন। বিজয়সরণি মোড়ে মেট্রোরেল স্টেশনের পুলিশের অবস্থান রয়েছে। এদিকে ফার্মগেট আসাদগেট সহ আশপাশের এলাকাও মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।
এছাড়া অনুষ্ঠানস্থলে ড্রোন ক্যামেরা ব্যবহার করে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ চলছে।
দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, অনুষ্ঠানস্থলে যাতে কোনো নিরাপত্তার ঘাটতি বা কোনো বিশৃঙ্খলা না হয়, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর অন্য ইউনিটের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম চলছে।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা হাতে নিয়েছে ডিএমপি। পোশাকে সাদা পোশাকে পুলিশ মোতায়েন রয়েছে। অনুষ্ঠানস্থল ছাড়াও আশপাশের এলাকায় পর্যাপ্ত পুলিশের টহল টিম নিয়োজিত রয়েছে।
বাংলাফ্লো/এফএ
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0