জেলা প্রতিনিধি,
রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি চলে আসায় ১৬টি জলকপাট খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কর্তৃপক্ষ।
সোমবার (৪ আগস্ট) বিকাল ৩টা থেকে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট খুলে দেওয়া হবে বলে জানিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ কর্তৃপক্ষ।
এ তথ্য নিশ্চিত করেছেন কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান। রোববার (৩ আগস্ট) রাতে এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, বর্তমানে হ্রদের পানির উচ্চতা ১০৭ এমএসএল, যা বিপৎসীমার কাছাকাছি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার বিকেল থেকে প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খোলা হবে এবং এর মাধ্যমে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি হ্রদ থেকে ছাড়া হবে।
এছাড়া বিদ্যুৎ উৎপাদনের জন্য কেন্দ্রের ৫টি ইউনিট দিয়ে আরও ৩২ হাজার কিউসেক পানি নির্গত হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, রাঙামাটিতে বৃষ্টি অব্যাহত থাকলে কাপ্তাই হ্রদে পানির পরিমাণ আরও বাড়বে এবং সে অনুযায়ী জলকপাট খোলার উচ্চতাও বাড়ানো হতে পারে।
এদিকে কাপ্তাই হ্রদের পানি ছাড়ার ফলে কর্ণফুলী নদীর নিম্নাঞ্চলে বসবাসকারী জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0