Logo

কেন্দ্রীয় শহীদ মিনারে গণসংহতি আন্দোলনের জুলাই গণসমাবেশ চলছে

শুক্রবার (১ আগস্ট) বিকাল ৩টায় দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি,

ঢাকা: রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছে গণসংহতি আন্দোলনের জুলাই গণসমাবেশ।

শুক্রবার (১ আগস্ট) বিকাল ৩টায় দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়।

সমাবেশ অংশ নিচ্ছেন সংবিধান সংস্কার কমিশনের সদস্য ফিরোজ আহমেদ, রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিমা আখতার, নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি সৈকত মল্লিম, সভাপতি মশিউর রহমান রিচার্ড, সাধারণ সম্পাদক সৈকত আরিফ প্রমুখ।

দলের নেতারা জানান, সমাবেশে অংশ নিতে সারা দেশ থেকে সহস্রাধিক নেতাকর্মী অংশ নিয়েছেন।

সমাবেশ থেকে অন্তর্বর্তী সরকার ও জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) নিয়ে নতুন অবস্থান জানাবেন জোনায়েদ সাকি।

বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0