বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: রাজধানীর নয়াপল্টন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ জসিম উদ্দিন (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পল্টন মডেল থানার রয়েল ক্রিস্টাল গাড়ির শো-রুমের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি জানতে পারে, কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে ঢাকায় প্রবেশ করছে।
এমন তথ্যের ভিত্তিতে, ডিবি মতিঝিল বিভাগের একটি দল নয়াপল্টন এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করে। রাত সাড়ে ৮টার দিকে, জসিম উদ্দিন একটি মোটরসাইকেলে করে চেকপোস্ট অতিক্রম করার সময়, পুলিশ তাকে থামিয়ে তল্লাশি চালায়। এ সময় তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়।
মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও পুলিশ জব্দ করেছে। গ্রেপ্তারকৃত জসিম উদ্দিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0