বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: বিশ্বের মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় মিলন হলো হজ। ২০২৬ সালের হজে যেতে প্রাথমিক নিবন্ধন আগামী ১২ অক্টোবর শেষ হবে। সৌদি সরকারের নিবন্ধনের সময়সীমা অনুযায়ী এই তারিখের পর আর সময় বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
এ বিষয়ে সচেতনতা তৈরিতে মন্ত্রণালয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে চিঠি পাঠিয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের মোবাইল ফোন ব্যবহারকারী মুসলিম নাগরিকদের কাছে হজের প্রাথমিক নিবন্ধন সংক্রান্ত বার্তা পৌঁছে দিতে সব মোবাইল অপারেটর কোম্পানিকে বিনামূল্যে এসএমএস পাঠানোর ব্যবস্থা নিতে হবে।
চিঠিটি বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) পাঠানো হয়েছে। এতে আরও বলা হয়, হজ ২০২৬-এর সরকারি ও বেসরকারি মাধ্যমের প্রাথমিক নিবন্ধন গত ২৭ জুলাই থেকে শুরু হয়েছে এবং তা ১২ অক্টোবর পর্যন্ত চলবে। এ কারণে নিবন্ধনের বিষয়টি বহুল প্রচারের জন্য ক্ষুদেবার্তা পাঠানো জরুরি।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0