বুধবার, ৮ অক্টোবর ২০২৫

বিএনপি ক্ষমতায় গেলে রোহিঙ্গা সমস্যার সমাধান হবে: শামা ওবায়েদ

নগরকান্দা সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে ফরিদপুর জেলা ওলামা দলের আয়োজনে নগরকান্দা উপজেলা ও পৌর ওলামাদলের কর্মিসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি,

ভাঙ্গা (ফরিদপুর): শহিদ জিয়া রোহিঙ্গা জনগোষ্ঠীকে সম্মানের সঙ্গে ফেরত পাঠিয়েছিলেন। খালেদা জিয়াও রোহিঙ্গা জনগোষ্ঠীকে সম্মানের সাথে ফেরত পাঠিয়েছিলেন মন্তব্য করে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, শেখ হাসিনা ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সকল দেশের সাথে লিয়াজোঁ করেছে। সেজন্য রোহিঙ্গা সমস্যার সমাধান করতে পারে নাই। তবে বিএনপি ক্ষমতায় গেলে এই রোহিঙ্গা সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ।

শনিবার (৪ অক্টোবর) বিকালে নগরকান্দা সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে ফরিদপুর জেলা ওলামা দলের আয়োজনে নগরকান্দা উপজেলা ও পৌর ওলামাদলের কর্মিসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ফরিদপুর জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওলানা মো. দেলোয়ার হোসেন ঝিল্লুর সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা সিরাজুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মো. ওহিদুজ্জামান, অধ্যক্ষ মাওলানা মো. নিজামুদ্দিন, হাফেজ মাওলানা শহীদুল ইসলাম প্রমুখ।

শামা ওবায়েদ আরও বলেন, গত ১৭ বছরে আমাদের দলের অসংখ্য নেতাকর্মী জীবন দিয়েছেন। হাজার হাজার নেতাকর্মী জেল খেটেছেন। অসংখ্য নেতাকর্মী বাড়িতে থাকতে পারেন নাই, রাতে বাড়িতে ঘুমাতে পারেন নাই। ১৭ বছরের জুলুম, অত্যাচার, গুম, খুন, রাহাজানির পরে ছাত্র-জনতার সফল আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ জুলুমবাজদের হাত থেকে আজ রেহাই পেয়েছে।

তিনি উপস্থিত আলেম-ওলামাদের উদ্দেশ্যে বলেন, 'ইসলাম ধর্ম, শান্তির ধর্ম। আমরা আমাদের ধর্ম পালন করবো, ধারণ করবো, ভালোবাসবো। পাশাপাশি অন্য ধর্মের মানুষকে শ্রদ্ধা করবো। সকলের নিজ নিজ ধর্ম পালনের অধিকার বাংলাদেশে আছে।

তিনি বলেন, আমি ছোটোবেলা থেকেই আলেম-ওলামাদের শ্রদ্ধা করি। আমার প্রয়াত বাবা আলেম-ওলামদের শ্রদ্ধা করতেন। আলেম-ওলামাদের নিরাপত্তা ও সকল ধর্মের মানুষদের নিরাপত্তা দিতে পারে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল।

শামা ওবায়েদ অতীতের কথা স্মরণ করে প্রশ্ন রেখে বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন আলেম-ওলামারা নির্যাতিত হয়েছে? অন্য ধর্মের মানুষদের নির্যাতন করেছে? করে নাই।

বাংলাফ্লো/এনআর


Leave a Comment

Comments 0