বুধবার, ৮ অক্টোবর ২০২৫

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক

বাংলাদেশের যৌথ অর্থনৈতিক কমিশন গঠন, দ্বিপাক্ষিক সহযোগিতা, যুব বিনিময় কর্মসূচি, রোহিঙ্গা প্রত্যাবাসন এবং দেশের সার্বিক অগ্রগতি নিয়েও কথা হয় দুই পক্ষের মধ্যে।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: বিচার, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতিসহ বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তুরস্কের ফরেন অ্যাফেয়ার্সের ডেপুটি মিনিস্টার এ. বেরিস একিনজির সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় তুরস্ক দূতাবাসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল এতে অংশ নেয়। প্রতিনিধি দলে ছিলেন আলাউদ্দিন মোহাম্মদ, সুলতান মোহাম্মদ জাকারিয়া, মনিরা শারমিন, নীলিমা দোলা ও ড. আতিক মুজাহিদ।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারের প্রস্তুতি, বিচারব্যবস্থা ও সংবিধান সংস্কারসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এছাড়া বাংলাদেশের যৌথ অর্থনৈতিক কমিশন গঠন, দ্বিপাক্ষিক সহযোগিতা, যুব বিনিময় কর্মসূচি, রোহিঙ্গা প্রত্যাবাসন এবং দেশের সার্বিক অগ্রগতি নিয়েও কথা হয় দুই পক্ষের মধ্যে।

বৈঠকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মন্ত্রীকে বাংলাদেশ সফরের জন্য ধন্যবাদ জানান এবং বলেন, “বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় ও ফলপ্রসূ হবে বলে আমরা আশাবাদী।”

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0