জেলা প্রতিনিধি
রংপুর: চাকরির প্রলোভনে প্রায় ১০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রংপুরের পীরগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নুর মোহাম্মদ মন্ডলের বাড়িতে সোমবার (১৫ সেপ্টেম্বর) দিনভর অনশন ও বিক্ষোভ করেছেন শতাধিক যুবক। সকাল থেকে বিকেল পর্যন্ত পৌর শহরের ওসমানপুর এলাকায় এ অনশন চলে। বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ওসি শফিক আহামেদ।
পুলিশ ও ভুক্তভোগীরা জানান, ২০২৩-২৪ সালে উপজেলা চেয়ারম্যান থাকাকালে নুর মোহাম্মদ মন্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৈশপ্রহরী ও দফতরি পদে নিয়োগ দেওয়ার নাম করে চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে ৬ থেকে ৮ লাখ টাকা করে নেন। শেখ হাসিনার সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ রয়েছে বলে আশ্বাস দিয়ে তিনি প্রায় ১০ কোটি টাকা সংগ্রহ করেন।
প্রতিশ্রুতি অনুযায়ী ২-৩ মাসের মধ্যে নিয়োগ না হওয়ায় চাকরিপ্রত্যাশীরা বারবার তার বাড়িতে ধরনা দেন। কিন্তু টাকা ফেরত না দিয়ে নুর মোহাম্মদ নিজেকে আওয়ামী লীগের ক্ষমতাসীন প্রভাবশালী ব্যক্তি দাবি করে নানা হুমকি-ধমকি ও আশ্বাস দিয়ে সময় কাটান।
জুলাই মাসের গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতন এবং উপজেলা পরিষদ বিলুপ্ত হওয়ার পর নুর মোহাম্মদ কিছুদিন লুকিয়ে থাকলেও সম্প্রতি আবার প্রকাশ্যে ঘোরাফেরা করছেন। সোমবার ফের টাকা ফেরত দেওয়ার তারিখ দেওয়ায় শতাধিক চাকরিপ্রত্যাশী তার বাড়িতে জড়ো হন। কিন্তু তিনি কৌশলে বাসা থেকে বেরিয়ে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
সকাল ৯টা থেকে অনশন শুরু হলে দুপুরের পর প্রতারিতরা বিক্ষোভে ফেটে পড়েন। এ সময় অনেকে বাড়ির সামনে শুয়ে কান্নায় ভেঙে পড়েন, আবার কেউ কেউ বিষপান করে আত্মহত্যার হুমকি দেন।
জামদানি গ্রামের আনোয়ারুল বলেন, “নৈশপ্রহরীর সরকারি চাকরির কথা বলে আমার কাছে ৮ লাখ টাকা নিয়েছেন নুর মোহাম্মদ মন্ডল। চাকরি দেননি, টাকাও ফেরত দিচ্ছেন না। শেষ সম্বল জমি ও বাড়ি বন্ধক রেখে টাকা দিয়েছি। টাকা ফেরত না পেলে আত্মহত্যা করা ছাড়া উপায় থাকবে না।”
একই অভিযোগ করেন বগের বাড়ি গ্রামের শামসুল হক।
অবস্থা বেগতিক হলে পুলিশ ঘটনাস্থলে যায় এবং অনশনকারীদের লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেয়। বিকাল ৪টার দিকে ভুক্তভোগীরা সেখান থেকে সরে যান।
পীরগঞ্জ থানার ওসি শফিক আহামেদ বলেন, “আমি তাদের বলেছি লিখিত অভিযোগ দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাতের মধ্যে লিখিত অভিযোগ দেওয়া হবে।”
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0