জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল বউবাজারের একটি ফ্ল্যাট থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে দরজা ভেঙে স্বামী, স্ত্রী ও চার বছরের সন্তানের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলেন— হাবিবুল্লাহ শিপলু (৩৫), তার স্ত্রী মোহিনী আক্তার মীম (২৫) এবং তাদের ছেলে আফরান (৪)। শিপলুর গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার দাবিরন গ্রামে হলেও তারা নারায়ণগঞ্জে একটি সাততলা ভবনের চতুর্থ তলায় ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, খবর পেয়ে সদর মডেল থানার ওসি নাছির উদ্দিন ও তদন্ত কর্মকর্তা জামাল উদ্দিন ঘটনাস্থলে যান। স্থানীয় ও স্বজনদের উপস্থিতিতে দরজা ভাঙার পর ভেতরে শিপলুকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। অন্য কক্ষে বিছানায় পড়ে ছিলেন তার স্ত্রী ও সন্তান, যাদের মুখের ওপর বালিশ চাপা ছিল।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- হাবিবুল্লাহ শিপলু প্রথমে স্ত্রী এবং সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে তিনি নিজে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।”
তিনি আরও জানান, শিপলু ‘রমজান সমিতি’র ম্যানেজার ছিলেন। করোনা মহামারির সময় সমিতি বন্ধ হয়ে গেলে মালিক গ্রাহকের টাকার বড় অংক নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় মামলা হলে শিপলু তীব্র মানসিক চাপে পড়েন।
নিহতের বড় ভাই অলিউল্লাহ লাভলু বলেন, “আমরা দরজা ভেঙে ভেতরে ঢোকার পর দেখি, আমার ভাই ঝুলছে আর ভাবি ও ভাতিজার মুখের ওপর বালিশ চাপা দেওয়া। দৃশ্যটি আমাদের জন্য অত্যন্ত হৃদয়বিদারক।”
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা— তা নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ফলাফলের অপেক্ষা করতে হবে।
স্থানীয়রা জানায়, রমজান সমিতির টাকার দায়দেনা নিয়ে দীর্ঘদিন ধরে চাপের মুখে ছিলেন শিপলু। এ কারণেই তার পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছিল।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি নাছির উদ্দিন বলেন, “আমরা ঘটনাটি গুরুত্ব সহকারে দেখছি। এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা— সবকিছু খতিয়ে দেখা হবে।”
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0