মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

পদোন্নতি পাওয়া ৬২ পুলিশ কর্মকর্তাকে একযোগে বিভিন্ন ইউনিটে পদায়ন

পদোন্নতিপ্রাপ্ত এই সকল পুলিশ কর্মকর্তাদেরমধ্যে বিসিএস ৩৪, ৩৫ ও ৩৬ ব্যাচ ও বিভাগীয় পদোন্নতিপ্রাপ্তরা রয়েছেন।

ফাইল ছবি | বাংলাফ্লো

বাংলাফ্লো প্রতিনিধি,

ঢাকা: বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৬২ জন কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতি পাওয়া এই ৬২ অতিরিক্ত পুলিশ সুপার কে পুলিশের বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে।

সম্প্রতি পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।

গত ৮ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ৬২ সহকারী পুলিশ সুপারকে একযোগে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি দেওয়া হয়।

পদোন্নতিপ্রাপ্ত এই সকল পুলিশ কর্মকর্তাদেরমধ্যে বিসিএস ৩৪, ৩৫ ও ৩৬ ব্যাচ ও বিভাগীয় পদোন্নতিপ্রাপ্তরা রয়েছেন।

বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0