মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

প্রেমিকার কাছ থেকেও ভাড়া নেন হৃতিক!

হৃতিক রোশন এবং সাবা আজাদের বয়সের ব্যবধান প্রায় ১২ বছর। অভিনেতার বয়স ৫০ পেরিয়েছে, অন্যদিকে সাবার বয়স ৩৮। প্রায় তিন বছর ধরে তাঁরা সম্পর্কে রয়েছেন।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: প্রায় তিন বছর ধরে অভিনেত্রী ও সংগীতশিল্পী সাবা আজাদের সঙ্গে সম্পর্কে রয়েছেন বলিউড সুপারস্টার হৃতিক রোশন। এবার তাঁদের সম্পর্ক এক নতুন মাত্রা পেল। হৃতিক তাঁর প্রেমিকা সাবাকে নিজের একটি সমুদ্রমুখী বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া দিয়েছেন। তবে অবাক করার বিষয় হলো, প্রেমিকা হলেও, সাবাকে প্রতি মাসে এই ফ্ল্যাটের জন্য ভাড়া গুনতে হবে।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, হৃতিকের জুহুর ‘মান্নাত অ্যাপার্টমেন্ট’-এর ১৫ তলায় অবস্থিত ফ্ল্যাটটি প্রায় এক বছরের জন্য ভাড়া নিয়েছেন সাবা। ১,১০০ বর্গফুটের তিন রুমের এই ফ্ল্যাটটির জন্য সাবা প্রতি মাসে ৭৫ হাজার রুপি করে ভাড়া দেবেন। ফ্ল্যাটটিতে রয়েছে সমুদ্রমুখী বারান্দা এবং সমস্ত আধুনিক ও বিলাসবহুল সুযোগ-সুবিধা।

যদিও হৃতিক তাঁর প্রেমিকার কাছ থেকে ভাড়া নিচ্ছেন, তবে তা নামমাত্রই বলা চলে। কারণ, ওই একই এলাকায় এই ধরনের একটি ফ্ল্যাটের বাজার চলতি ভাড়া প্রায় ২ লক্ষ রুপি। সেই তুলনায়, হৃতিক তাঁর প্রেমিকাকে অনেকটাই কমে ফ্ল্যাটটি ভাড়া দিয়েছেন।

উল্লেখ্য, হৃতিক রোশন এবং সাবা আজাদের বয়সের ব্যবধান প্রায় ১২ বছর। অভিনেতার বয়স ৫০ পেরিয়েছে, অন্যদিকে সাবার বয়স ৩৮। প্রায় তিন বছর ধরে তাঁরা সম্পর্কে রয়েছেন। তাঁদের এই পেশাদারী এবং আধুনিক সম্পর্কের ধরনটি বলিউডে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0