বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

উদ্বোধনী ফলকে নিজের নাম, রেগে বলেন ‘এটি কি আমার বাপের টাকায় করছে’

রোববার (২৪ আগস্ট) বেলা ১১টায় ফলক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উদ্বোধনের কথা ছিল সড়ক উপদেষ্টার। তিনি সময়মতো অনুষ্ঠানস্থলে আসেন, এরপর বক্তৃতা শেষে ফিতা কেটে ফলক উদ্বোধন করতে যান। উদ্বোধনী ফলকের কাছে গিয়ে হাত দিয়ে পর্দা সরিয়ে তিনি দেখতে পান, সেখানে উদ্বোধক হিসেবে উপদেষ্টার নাম লেখা রয়েছে...

ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি,

গাজীপুর: গাজীপুর মহানগরীর ভোগড়া-বাইপাস এলাকায় ভোগড়া থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত ৪৮ কিলোমিটার ঢাকা বাইপাস সড়কের ১৮ কিলোমিটার অংশের উদ্বোধন করা হয়েছে। এ সময় উদ্বোধনী ফলকে নিজের নাম লেখা দেখে রেগে যান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

রোববার (২৪ আগস্ট) বেলা ১১টায় ফলক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উদ্বোধনের কথা ছিল উপদেষ্টার। তিনি সময়মতো অনুষ্ঠানস্থলে আসেন, এরপর বক্তৃতা শেষে ফিতা কেটে ফলক উদ্বোধন করতে যান। উদ্বোধনী ফলকের কাছে গিয়ে হাত দিয়ে পর্দা সরিয়ে তিনি দেখতে পান, সেখানে উদ্বোধক হিসেবে উপদেষ্টার নাম লেখা রয়েছে। এটি দেখে তিনি অসন্তুষ্ট হন এবং রেগে যান।

তাৎক্ষণিকভাবে মুহাম্মদ ফাওজুল কবির খান উদ্বোধনী ফলকের কাছ থেকে সরে আসেন এবং বলতে থাকেন, ‘এখানে নাম আসল কীভাবে? এটি কি আমার বাপের টাকায় করছে? তাহলে এখানে আমার নাম দিয়েছ কেন? এই ফলকে আমার নাম থাকবে না। এটি ইমিডিয়েটলি চেঞ্জ করো।’ এমন নির্দেশনা দেন তিনি। তিনি আরও বলেন, কোনো নাম থাকবে না। জাস্ট বাইপাস উদ্বোধন হয়েছে—এ কথাটি লেখা থাকবে। তা ছাড়া আর যারা কাজ করছে—মন্ত্রণালয় বা অন্যান্য বিষয় লেখা থাকবে।

এ সময় সেখানে উপস্থিত মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে উপদেষ্টা বলেন, ‘এখানে নাম আসল কীভাবে? কেন তোমরা জানো না? এখানে আমার নাম লেখা যাবে না?’ এ কথা বলে তিনি হাঁটতে শুরু করেন। এ সময় এক সাংবাদিক জানতে চান—এ রকম নির্দেশনা আগে দেওয়া ছিল কি না। উত্তরে তিনি বলেন—হ্যাঁ আগেই নির্দেশনা দেওয়া ছিল।

পরে উপদেষ্টা উপস্থিত অন্য কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ফিতা কাটতে যান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহসানুল হক, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান, গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফিন প্রমুখ।

বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0