সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

দুর্গাপূজা উপলক্ষে ১২শ টন ইলিশ যাচ্ছে ভারতে

প্রতিবছরের মতো এবারও ভারতের দুর্গাপূজা উপলক্ষে ১,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানি করা হবে।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: প্রতিবছরের মতো এবারও ভারতের দুর্গাপূজা উপলক্ষে ১,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানি করা হবে। সোমবার (৮ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য সাড়ে ১২ ডলার, যা প্রায় ১,৫২৫ টাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি ২০২৫ সালে দুর্গাপূজা উপলক্ষে শর্তসাপেক্ষে এই ইলিশ রপ্তানির নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগ্রহী রপ্তানিকারকরা আগামী ১১ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে আবেদন করতে পারবেন। আবেদনপত্রের সঙ্গে প্রতিষ্ঠান সংক্রান্ত হালনাগাদ ট্রেড লাইসেন্স, ইআরসি, আয়কর ও ভ্যাট সার্টিফিকেট, বিক্রয় চুক্তিপত্র এবং মৎস্য অধিদপ্তরের লাইসেন্সসহ প্রয়োজনীয় দলিলাদি দাখিল করতে হবে।

সরকারের নির্দেশনা অনুযায়ী, প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য সাড়ে ১২ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে যারা আগেই আবেদন করেছেন, তাদেরকেও নতুনভাবে আবেদন দাখিল করতে হবে।

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0