সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠনের জঙ্গি হামলার হুমকি, মুম্বাইয়ে হাই অ্যালার্ট

পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-জিহাদির নামে আসা হুমকির বার্তার পর মুম্বাইজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে আসা বার্তায় শহরে ভয়াবহ হামলার আশঙ্কা উত্থাপিত হয়েছে।

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-জিহাদির নামে আসা হুমকির বার্তার পর মুম্বাইজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে আসা বার্তায় শহরে ভয়াবহ হামলার আশঙ্কা উত্থাপিত হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) মুম্বাই ট্রাফিক পুলিশের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠানো বার্তায় দাবি করা হয়, শহরের বিভিন্ন স্থানে ৩৪টি গাড়িতে ‘হিউম্যান বোমা’ বসানো হয়েছে এবং বিস্ফোরণে ৪০০ কেজি আরডিএক্স ব্যবহার করা হবে। একই সঙ্গে বার্তায় আরও উল্লেখ করা হয় যে, ১৪ পাকিস্তানি জঙ্গি ভারতে প্রবেশ করেছে।

এ বিষয়ে মুম্বাই পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি। শহর ও রাজ্যজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। হুমকির প্রতিটি দিক যাচাই করা হচ্ছে।

নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে পুলিশ বলেছে, গুজবে কান না দিতে এবং কোনো সন্দেহজনক কার্যকলাপ চোখে পড়লে তা দ্রুত কর্তৃপক্ষকে জানাতে।

এদিকে শনিবার (অনন্ত চতুর্দশী) গণেশ বিসর্জন উপলক্ষে মুম্বাইয়ের রাস্তায় লাখো ভক্তের সমাগম হবে। এজন্য আগেই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। লালবাগচা রাজা-সহ শহরের বিভিন্ন পূজামণ্ডপে ইতিমধ্যেই বিপুল ভিড় জমেছে।

সূত্র : মিন্ট

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0