মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

মাইলস্টোন ট্র্যাজেডি: তৃতীয় শ্রেণির ছাত্রী নিধিকে খুঁজে পেতে সাহায্য করুন

যদি কেউ তার ছবি, পোশাক, অথবা অবস্থান সংক্রান্ত কোনো তথ্য পেয়ে থাকেন, দয়া করে যোগাযোগ করুন— নিধির বাবা ফারুক হাসান-📞 +880 1711-465182 নিধির আত্মীয়- 📞 +880 1718-310432

ছবি: বাংলাফ্লো

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনার পর থেকে এখনো খোঁজ মেলেনি তৃতীয় শ্রেণির ছাত্রী ওয়াকিফা ফেরদৌস নিধি-র।

নিধি, মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী। সে স্কাই সেকশনের ছাত্রী যার আইডি নম্বর ২০২১। সকাল বেলা স্কুলে গিয়েছিল সে, কিন্তু দুর্ঘটনার পর থেকে নিখোঁজ।

তার পরিবারের সদস্যরা এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে খুঁজে চলেছেন—ঢাকা মেডিকেল, কুর্মিটোলা, কুয়েত মৈত্রী, উত্তরা আধুনিক—কোথাও নেই নিধি।

সোমবার (২১ জুলাই) রাত ৮টার দিকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে দেখা হয় নিধির বাবা ফারুক হাসানের সঙ্গে।

তিনি বলেন, নিধি মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী। এ ঘটনার পর থেকেই তাকে পাওয়া যাচ্ছে না। আমরা ইতোমধ্যে ঢাকা মেডিকেল কলেজ, কুর্মিটোলা হাসপাতাল, কুয়েত মৈত্রী মেডিকেল কলেজসহ অসংখ্য মেডিকেল কলেজে খোঁজ করেছি। কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না।

এ সময় তার স্বজনরা বলেন, আমরা সবাই মিলে নিধিকে খুঁজে পেতে পারি। যদি কেউ তার ছবি, পোশাক, অথবা অবস্থান সংক্রান্ত কোনো তথ্য পেয়ে থাকেন, দয়া করে যোগাযোগ করুন—

নিধির বাবা ফারুক হাসান-📞 +880 1711-465182

নিধির আত্মীয়- 📞 +880 1718-310432

শেয়ার করুন এই বার্তাটি, একটি শিশুর খোঁজে হয়তো আপনার শেয়ারই একমাত্র ভরসা হয়ে উঠবে।

চলুন সবাই মিলে চেষ্টা করি নিধিকে খুঁজে পেতে।

তার পরিবার এখনো অপেক্ষায় আছে।

প্রসঙ্গত, রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ২০ জন নিহত হয়েছেন। এ ছাড়া, বিভিন্ন হাসপাতালে প্রায় ১৭১ জন চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে রাত ৮টার দিকেও উত্তরা আধুনিক হাসপাতালের সামনে উৎসক জনতার ভিড় দেখা গেছে। জরুরি রক্ত সরবরাহের জন্য বুথও বসানো হয়েছে। মাইকে ডেকে রক্ত সংগ্রহ করা হচ্ছে। হাসপাতালের গেটে রোগী আসা মাত্রই তাদের হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাচ্ছেন স্বেচ্ছাসেবকরা।

বাংলাফ্লো/এসবি

Leave a Comment

Comments 0