Logo

সারাদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, নদীবন্দরে ১ ও সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের উপর দিয়ে বয়ে যেতে পারে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া, যার কারণে নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত এবং সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

ছবিঃ সংগৃহীত

বাংলাফ্লো ডেস্ক

ঢাকাঃবৃহস্পতিবার (৩১ জুলাই ) দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসাথে কোথাও কোথাও হতে পারে অতি ভারী বর্ষণ। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের উপর দিয়ে বয়ে যেতে পারে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া, যার কারণে নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত এবং সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সৈয়দপুরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং টাঙ্গাইলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ২৬ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে। বৃষ্টিপাতের এই প্রবণতা আরও দুই থেকে তিন দিন অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। সমুদ্রগামী মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

বাংলাফ্লো/সিএস

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0