আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: নেপালে চলমান সহিংসতায় সাবেক প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকর নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাজধানী কাঠমান্ডুর দাল্লু এলাকায় অবস্থিত তার বাড়িতে বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দিলে এ ঘটনা ঘটে।
সংবাদমাধ্যম খবরহাবের প্রতিবেদনে বলা হয়, শতশত আন্দোলনকারী ওই বাড়িতে প্রবেশ করে সেটি ঘিরে আগুন দেয়। সে সময় ঘরের ভেতরে আটকা পড়ে যান রাজ্যলক্ষ্মী চিত্রকর। পরে তাকে উদ্ধার করে কীর্তিপুর বার্ন হাসপাতালে নেওয়া হয়। তবে অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে পৌঁছানোর পরপরই তার মৃত্যু হয়।
এর আগের দিন সোমবার আন্দোলনে পুলিশের গুলিতে ১৯ বিক্ষোভকারী নিহত হওয়ার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর জেরেই মঙ্গলবার সকাল থেকে সহিংস হয়ে ওঠেন বিক্ষোভকারীরা। তাদের চাপের মুখে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হন।
প্রধানমন্ত্রীর পদত্যাগের পর আন্দোলনের সহিংসতা আরও ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনে আগুন দেওয়ার পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বাড়ি লক্ষ্য করে হামলা চালান। এ সময় বহু মন্ত্রীর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়। এমনকি কেপি শর্মা ওলির পৈতৃক বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0