বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের জন্য বরাদ্দ করা ২৭০ ফ্ল্যাটের বরাদ্দ সাময়িকভাবে বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সেতু বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সেতু কর্তৃপক্ষের ১১৫তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন সেতু কর্তৃপক্ষ বোর্ডের চেয়ারম্যান ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বোর্ডের সদস্যরা সরাসরি ও ভার্চুয়ালি সভায় যোগ দেন।
অভিযোগ তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধে তদন্ত প্রতিবেদনের একটি কপি দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে পাঠানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে জানানো হয়, সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক ও বোর্ডের সদস্য-সচিব সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন এবং ১১৪তম বোর্ড সভায় গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি তুলে ধরেন।
এছাড়া সভায় সাপোর্ট টু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় পুনর্বাসন ভিলেজের জমি, নির্মিত ফ্ল্যাট এবং চলমান আবাসন প্রকল্পের অসমাপ্ত কাজ দ্রুত শেষ করার বিষয়ে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটিকে ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া ওই এলাকায় স্থাপিত স্কুল ভবনে শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য বিয়াম স্কুল, ঢাকার সঙ্গে সেতু কর্তৃপক্ষের চুক্তি বাতিলের সিদ্ধান্তও সভায় গৃহীত হয়।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0