বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

মহাখালী সাততলা বস্তিতে অগ্নিকাণ্ড

দুপুরে আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়, তবে তীব্র যানজটের কারণে এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি তারা।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: রাজধানীর মহাখালী সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুপুরে আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়, তবে তীব্র যানজটের কারণে এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি তারা। স্থানীয়রা আতঙ্কের মধ্যে নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করছেন।

বুধবার (২০ আগস্ট) দুপুর ২টা ৩৭ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, “আগুন লাগার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ৭টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। তবে রাস্তায় যানজট থাকার কারণে আমাদের এখনো কোনো ইউনিট ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।”

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

বাংলাফ্লো/সিএস

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0