আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগের পর পার্লামেন্টের ভেতরে প্রবেশ করেছেন নেপালের শত শত বিক্ষোভকারী। এ সময় পার্লামেন্টের মূল ভবনে আগুন ধরিয়ে দেন তারা। আন্দোলন তীব্র হওয়ার পর মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) পদত্যাগে বাধ্য হন কেপি শর্মা।
গতকাল সোমবার পার্লামেন্টে প্রবেশের চেষ্টা করেন বিক্ষোভকারীরা। এ সময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে আইনশৃঙ্খলাবাহিনী। এতে অন্তত ১৯ জন নিহত হন। তরুণদের গুলি করে মারার পর ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। মঙ্গলবার সকাল থেকে কারফিউ ভঙ্গ করে তারা রাস্তায় নেমে আসেন।
নেপালের পার্লামেন্ট সেক্রেটারিয়েটের মুখপাত্র ইকরাম গিরি পার্লামেন্টে আগুন ধরিয়ে দেওয়ার সত্যতা নিশ্চিত করে বলেছেন, “শত শত মানুষ পার্লামেন্ট এরিয়ায় ঢুকে পড়েছেন এবং তারা মূল ভবনে আগুন ধরিয়ে দিয়েছেন।”
বাংলাফ্লো/এফএ
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0