বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১১ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে।
কম্পন অনুভূত হয়েছে ভারত, মিয়ানমার, নেপাল ও ভুটানেও। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূকম্পনটির মাত্রা ছিল ৫ দশমিক ৯। ভূমিকম্পের ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
রাজধানীর বাইরেও দেশের বিভিন্ন জায়গায় এ কম্পন অনুভূত হয়েছে। সিলেটেও ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট। আজ রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১৩ মিনিটের সময় এ কম্পন অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৭। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট থেকে ১৩১ কিলোমিটার দূরে ভূটানের কাছাকাছি অঞ্চলে আসামের উদালগুড়ি এলাকা থেকে ১৫ কিলোমিটার পূবে।
এর আগে গত এপ্রিলে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ওই সময়ে জানানো হয়, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪। ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেককে পোস্ট দিতে দেখা যায়।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া অফিস সহকারী গোলাম মোস্তফা ওই সময়ে জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১০৫ কিলোমিটার দূরে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশপাশে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪।
অন্যদিকে ইউরোপিয়ান-মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্যমতে, রিকটার স্কেলে আজকের কম্পনের মাত্রা ছিল ৪। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বাংলাদেশ-ভারত সীমান্তে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভারতের আগরতলা শহর থেকে ২৬ কিলোমিটার উত্তরে এবং বাংলাদেশের কুমিল্লা শহর থেকে প্রায় ৬৮ কিলোমিটার উত্তরে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
বাংলাফ্লো/এফএ
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0