শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

উপসচিব পর্যায়ের ৫ কর্মকর্তার দফতর বদল করলো ইসি

নির্বাচন কমিশনের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি,

ঢাকা: নির্বাচন কমিশনের (ইসি) বিভিন্ন শাখার উপসচিব পর্যায়ের পাঁচ কর্মকর্তার দফতর রদবদল করেছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয়ের সাধারণ সেবা-১ শাখার উপসচিব জি এম সাহাতাব উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে মানবসম্পদ উন্নয়ন কল্যাণ শাখায়। নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. রফিকুল ইসলামকে সাধারণ সেবা-১ শাখায়, বাজেট শাখার উপসচিব মো. হুমায়ুন কবিরকে নির্বাচনি সহায়তা ও সরবরাহ শাখায়, মানবসম্পদ উন্নয়ন কল্যাণ শাখার উপসচিব এম মাজহারুল ইসলামকে বাজেট শাখায় এবং উপসচিব এনামুল হককে সাধারণ সেবা-২ শাখার দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বাংলাফ্লো/এনআর


Leave a Comment

Comments 0