বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: ঢাকার বাতাস আজ সহনীয় পর্যায়ে আছে। বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় প্রায়ই শীর্ষে থাকা ঢাকা আজ রয়েছে ৩৮তম স্থানে। বায়ুদূষণ ও বাতাসের গুণমান সূচক নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্সের শুক্রবার (২৭ জুন) সকাল ১০ টা ২৭ মিনিটের রেকর্ড অনুযায়ী ঢাকার বায়ুমান ৬৮, যা সহনীয় বাতাসের নির্দেশক।
আজ বায়ুদূষণের তালিকায় শীর্ষে আছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর । শহরটির বায়ুমান ১৭২, যা সবার জন্য অস্বাস্থ্যকর। শীর্ষ পাঁচে থাকা অন্য শহরগুলো হলো-পাকিস্তানের লাহোর, ইন্দোনেশিয়ার জাকার্তা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিনশাসা ও চিলির সান্টিয়াগো ।
বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০ এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।
বাংলাফ্লো/আফি
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0