মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫

প্রশিক্ষণ ছাড়া ভূমি প্রশাসনের উন্নয়ন সম্ভব নয়: সিনিয়র সচিব

ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘রাজস্ব খাতে পদ সৃজন, পদ সংরক্ষণ, স্থায়ীকরণ এবং সাংগঠনিক কাঠামো হালনাগাদকরণ’ বিষয়ক ‘অভ্যন্তরীণ প্রশিক্ষণ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ বক্তব্য দেন।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন, চাকরি জীবনে প্রশিক্ষণ অপরিহার্য, কারণ এটি কর্মীদের প্রয়োজনীয় জ্ঞান বাড়ায়, কাজের প্রতি আগ্রহ তৈরি করে এবং দক্ষতা উন্নত করতে সহায়তা করে। তিনি বলেন, সামগ্রিকভাবে ভূমি প্রশাসনের উন্নয়নে প্রশিক্ষণ ছাড়া বিকল্প নেই।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘রাজস্ব খাতে পদ সৃজন, পদ সংরক্ষণ, স্থায়ীকরণ এবং সাংগঠনিক কাঠামো হালনাগাদকরণ’ বিষয়ক ‘অভ্যন্তরীণ প্রশিক্ষণ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ বক্তব্য দেন। প্রশিক্ষণে মন্ত্রণালয়ের সব প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিনিয়র সচিব বলেন, কর্মক্ষেত্রের পরিবর্তনশীলতার সঙ্গে তাল মিলিয়ে চলতে নতুন ও পুরাতন উভয় কর্মীর জন্য প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভূমি সংক্রান্ত আইন, নীতি ও আধুনিক পদ্ধতি সম্পর্কে জানা সেবার মান উন্নত করে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে। এই প্রশিক্ষণ কর্মীদের ভুলত্রুটি কমাতে, দুর্নীতি হ্রাস করতে এবং নাগরিক সেবাকে আরও সহজ ও দ্রুত করতে সহায়তা করে।

কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, “যেহেতু মন্ত্রণালয়ে নীতিনির্ধারণী পর্যায় কাজ দেখাশোনা করার দায়িত্ব আপনাদের সেহেতু রাজস্বখাতে পদ সৃজন, পদ সংরক্ষণ, স্থায়ীকরণ এবং সাংগঠনিক কাঠামো হালনাগাদ করার বিষয়ে ধারণা ও জ্ঞান থাকা অপরিহার্য।” তিনি আরও জানান, ভূমি মন্ত্রণালয় একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যার কাজ দেশের প্রান্তিক পর্যায় পর্যন্ত বিস্তৃত। বর্তমানে সারাদেশে ৩৮ হাজার কর্মকর্তা-কর্মচারী ভূমি সংক্রান্ত কাজে নিয়োজিত রয়েছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এজেএম সালাউদ্দিন নাগরী।

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0