বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান কার্জন এবং মো. আব্দুল্লাহ আল আমিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রোববার (৩১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুবের আদালত এ আদেশ দেন।
সেদিন আসামিদের পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন খারিজ করে দেন।
গত ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মঞ্চ ৭১’ প্ল্যাটফর্ম আয়োজিত এক গোলটেবিল আলোচনাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। ওইদিন পুলিশ সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ আওয়ামী লীগের কয়েকজন নেতাকে হেফাজতে নেয়। পরে শাহবাগ থানার উপ-পরিদর্শক মো. আমিরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়, ২৮ আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে বাদী দেখতে পান কিছু লোকজন ঢাকা রিপোর্টার্স ইউনিটির অডিটরিয়ামে উপস্থিতদের ঘেরাও করে ‘আওয়ামী ফ্যাসিস্ট’ বলে স্লোগান দিচ্ছে। এসময় আবদুল লতিফ সিদ্দিকী বক্তব্য রাখছিলেন। জিজ্ঞাসাবাদে জানা যায়, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি বন্ধ ও ষড়যন্ত্র প্রতিরোধের নামে গত ৫ আগস্ট ‘মঞ্চ ৭১’ নামে সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। সংগঠনটি জাতির অর্জন মুছে ফেলার ষড়যন্ত্র প্রতিহত করতে জনগণকে সঙ্গে নিয়ে আত্মত্যাগের প্রস্তুতির কথা বলে। এর অংশ হিসেবে ২৮ আগস্ট সকাল ১০টায় গোলটেবিল বৈঠক আয়োজন করা হয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, গোলটেবিল বৈঠকে গ্রেপ্তার হওয়া আসামিদের পাশাপাশি আরও ৭০–৮০ জন অংশ নেন। পরে পুলিশ তাদের হেফাজতে নেয়। উপস্থিতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, লতিফ সিদ্দিকী ‘মঞ্চ ৭১’-এর ব্যানার ব্যবহার করে দেশকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অস্থিতিশীল করা ও অন্তর্বর্তী সরকার উৎখাতের ষড়যন্ত্রমূলক বক্তব্য দেন এবং উপস্থিতদের প্ররোচিত করেন। এ বক্তব্যের কারণে সেখানে উপস্থিতরা সমবেতদের ঘেরাও করে ‘আওয়ামী ফ্যাসিস্ট’ বলে স্লোগান দিতে থাকে।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0