বাংলাফ্লো প্রতিনিধি,
ঢাকা: পার্বত্য অঞ্চল নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, বাঙালিদের পাশাপাশি এদেশে বাস করছে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ। দেশের সব মানুষের সমান অধিকারের নিশ্চয়তা দেওয়া হয়েছে সংবিধানে।
শনিবার (৯ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী ও জাতীয় নিরাপত্তা ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। আলোচনায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতি বৈষম্য নিরসনের আহ্বান জানান বক্তারা।
তবে, বিভিন্ন সময়ে বিভিন্ন জাতিগোষ্ঠীর পক্ষ থেকে বৈষম্য নিরসনে রাষ্ট্রের উদাসীন আচরণের অভিযোগ এসেছে। শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক আলোচনায় বক্তারা বলেন, দেশের প্রতিটি নাগরিকের অধিকার ও সুষম উন্নয়ন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, পার্বত্য অঞ্চল নিয়ে দীর্ঘদিন ধরে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে।
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের মধ্যে জাতীয় ও আন্তর্জাতিকভাবে কোনো রকমের কোনো ষড়যন্ত্র যাতে কার্যকর না হতে পারে সেজন্য সবাইকে যারা সচেতন মহল, চেষ্টা চালাতে হবে। আমাদের দেশের সশস্ত্র বাহিনী, নিরাপত্তা বাহিনী, বুদ্ধিজীবী মহল, যারা এ বিষয়ে গবেষণা করেন এবং এ বিষয়ে যারা চর্চা করেন এবং যারা সাংবাদিকতা করেন সবাইকে সমন্বিত প্রচেষ্টা রাখতে হবে।’
দেশ গড়তে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সালাহউদ্দিন আহমেদ।
বাংলাফ্লো/এনআর
Comments 0