জেলা প্রতিনিধি
রাজশাহী: রাজশাহীতে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে মঞ্চে গান পরিবেশন করেছেন সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ভগ্নিপতি ও কণ্ঠশিল্পী গৌরব হোসেন তুষার। এ ঘটনায় বিএনপির তৃণমূলের একাংশে ক্ষোভের সৃষ্টি হয়েছে। রবিবার (১০ আগস্ট) রাজশাহী মহানগর বিএনপির সম্মেলনে মঞ্চে তাকে গান গাইতে দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গৌরবের বাড়ি রাজশাহী শহরে হলেও শ্বশুরবাড়ি নাটোরের সিংড়ায়। সিংড়ার এক সাংবাদিক জানান, গৌরবের স্ত্রী সেতু সাবেক প্রতিমন্ত্রী পলকের ফুপাতো বোন। পলক দায়িত্বে থাকাকালে তাকে ‘নগদ’-এ চাকরিও দেন। গৌরবের সামাজিক যোগাযোগমাধ্যমে পলকের সঙ্গে অসংখ্য ছবি রয়েছে। ২০১৮ সালের ১৫ ডিসেম্বর তিনি ‘নৌকা মার্কায় ভোট দিন’ শিরোনামে আওয়ামী লীগের মনোগ্রামসহ একটি ছবি পোস্ট করেছিলেন। এছাড়া ২০১৯ সালের ৬ জানুয়ারি শেখ হাসিনা ও পলকের ছবি শেয়ার করে পলককে নিয়ে কবিতাও লেখেন।
এছাড়া বিভিন্ন সময় আওয়ামী লীগের প্রচারণামূলক অনুষ্ঠানে অংশ নেওয়া, পলকের অর্থায়নে মিউজিক ভিডিও নির্মাণ এবং সাবেক মন্ত্রীর প্রশংসামূলক পোস্ট দেওয়ার নজিরও রয়েছে তার ফেসবুকে। এমনকি গণঅভ্যুত্থানের পর পালিয়ে যাওয়া পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলামকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ‘প্রগতিশীল পুলিশ কর্মকর্তা’ বলে উল্লেখ করেছিলেন গৌরব।
এ বিষয়ে ক্ষোভ জানিয়ে সাংবাদিক জসিম উদ্দিন ফেসবুকে লিখেছেন, গৌরব হোসেন একজন কট্টর আওয়ামী লীগ সমর্থক। আওয়ামী লীগ সরকারের বিভিন্ন প্রচারণায় দায়িত্ব পালন করেছেন। তার স্ত্রী আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে রাজশাহী চারুকলা মহাবিদ্যালয়ে নিয়োগ নিয়েছেন। অথচ এই গায়ককে বিএনপির সম্মেলনের মঞ্চে গান গাইতে দেখা গেলো।
ঘটনাটি নিয়ে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা, সদস্য সচিব মামুন অর রশিদ ও বিএনপির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0