সোমবার, ১১ আগস্ট ২০২৫

ঢাবিতে মতবিনিময় সভা থেকে বামপন্থি ছাত্র সংগঠনগুলোর ওয়াকআউট

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ইসলামী ছাত্রশিবিরকে অংশগ্রহণের সুযোগ দেওয়ায় ওয়াকআউট করেছে তিনটি বামপন্থি ছাত্র সংগঠন।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ইসলামী ছাত্রশিবিরকে অংশগ্রহণের সুযোগ দেওয়ায় ওয়াকআউট করেছে তিনটি বামপন্থি ছাত্র সংগঠন। এরা হল— জাসদ ছাত্রলীগ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এবং ছাত্র ইউনিয়নের একাংশ। সভায় যোগ দিয়েই তারা এই প্রতিবাদমূলক পদক্ষেপ নেন।

রোববার (১০ আগস্ট) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে সভাটি শুরু হয়। কিছুক্ষণ পরই জাসদ ছাত্রলীগ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এবং ছাত্র ইউনিয়নের একাংশের নেতারা সভাস্থল ত্যাগ করেন। ওয়াকআউট করা নেতাদের মধ্যে ছিলেন— ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা ও সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ ও সাধারণ সম্পাদক রায়হানউদ্দিন এবং বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি গৌতম শীল ও কার্যকরী সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।

ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতি (একাংশ) মাহিন শাহরিয়ার রেজা বলেন, গণহত্যাকারী সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার কার্যক্রম পরিচালনার এখতিয়ার রাখে না। কিন্তু বারবার তাদের আমন্ত্রণ জানানো হচ্ছে সেটির বিরোধিতা করছি। প্রশাসনের কাছে আমরা এর সুস্পষ্ট ব্যাখ্যা চাইছি।

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, সমঅধিকারের ভিত্তিতে ডাকসুকে সামনে রেখে একান্ত প্রয়োজন ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে ছাত্র সংগঠনগুলোকে। না হলে তো ডাকসু অসম্পূর্ণ হবে, করা সম্ভব হবে না। এ ব্যাপারে সবার সহযোগিতা করা প্রয়োজন।

বাংলাফ্লো/সিএস

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0