বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর নির্দিষ্ট সময়ে বিসিএস পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এন্ট্রি পর্যায়ে কোনো অনিয়ম হলে তার প্রভাব গোটা প্রশাসন ব্যবস্থায় থেকে যাবে।
রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারি কর্ম কমিশন (পিএসসি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ নির্দেশ দেন তিনি। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি নিশ্চিত করেন।
বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, “ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর নির্দিষ্ট সময়ে পরীক্ষা ও নিয়োগ সম্পন্ন করতে হবে। বিসিএস পরীক্ষা হলো ‘এন্ট্রি পয়েন্ট’। যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হবে তারাই সরকার চালাবে। কাজেই এন্ট্রি পয়েন্টে যদি কোনো ধরনের অনিয়ম হয় তাহলে গোটা সিস্টেমে সেটার প্রভাব থেকে যাবে।”
তিনি আরও বলেন, “সমস্যা ও সংকট যেগুলো আছে দায়িত্ব নিয়ে সেগুলোর সমাধান করে ফেলতে হবে। প্রয়োজনীয় সংস্কারের জন্য সবাই মিলে চেষ্টা করতে হবে। যারা ভবিষ্যতে সরকার চালাবে তাদের জন্যও এটা প্রয়োজন।”
পিএসসি চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম বৈঠকে জানান, কমিশন ইতোমধ্যে পাঁচ বছরের রোডম্যাপ দিয়েছে এবং নভেম্বর থেকে পরের বছরের অক্টোবরের মধ্যেই পরীক্ষা ও নিয়োগ সম্পন্ন করা হবে। তিনি কমিশনের আর্থিক ও প্রশাসনিক স্বায়ত্তশাসনের বিষয়েও আলোচনা করেন।
পিএসসি সদস্যরা জানান, গত ১৫ বছরে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে বিসিএস পরীক্ষায় নানা ধরনের অনিয়ম, স্বজনপ্রীতি ও প্রশ্নফাঁসের ঘটনা ঘটেছে। তবে এখন সংস্কার কাজ সম্পন্ন হওয়ায় এ ধরনের অনিয়ম আর ফিরে আসবে না। পরীক্ষার মানও এমনভাবে উন্নত করা হচ্ছে, যাতে প্রস্তুতি নিয়ে প্রার্থীরা বৈশ্বিক প্রতিযোগিতায় অংশ নিতে পারেন।
বৈঠকে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া, পিএসসি সদস্য মো. সুজায়েত উল্যা, মো. জহিরুল ইসলাম ভূঁইয়া, অধ্যাপক ড. এম সোহেল রহমান, অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. মো. আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ড. শাহনাজ সরকার ও পিএসসি সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0