এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: বলিউডে কাস্টিং কাউচের অন্ধকার দিক নিয়ে এবার মুখ খুললেন জনপ্রিয় কৌতুক অভিনেতা জনি লিভারের মেয়ে, অভিনেত্রী-কমেডিয়ান জেমি লিভার। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, একটি ‘আন্তর্জাতিক ফিল্ম’-এর অডিশনের সময় ভিডিও কলে তাঁকে নগ্ন হওয়ার মতো আপত্তিকর নির্দেশ দেওয়া হয়েছিল। তাঁর এই সাহসী স্বীকারোক্তি বিনোদন জগতে আরও একবার আলোড়ন সৃষ্টি করেছে।
জেমি জানান, একবার বিদেশের একটি কাজের সুযোগ পেয়ে তিনি বেশ রোমাঞ্চিত ছিলেন। তাঁকে জানানো হয়, ভিডিও কলে অডিশন হবে এবং কোনো স্ক্রিপ্ট থাকবে না, পুরোটাই ইম্প্রোভাইজ করতে হবে।
তিনি বলেন, “নির্ধারিত সময়ে জুম কলে যোগ দেওয়ার পর, পরিচালক পরিচয় দেওয়া এক ব্যক্তি জানান তিনি বাইরে থাকায় ক্যামেরা অন করতে পারবেন না।” সেই ব্যক্তি জেমিকে বলেন, চরিত্রটি বেশ সাহসী এবং কমেডি নয়। এরপর তিনি জেমিকে নির্দেশ দেন, “কল্পনা করুন আপনার সামনে ৫০ বছর বয়সী একটা লোক, এবং আপনি তাকে মুগ্ধ করার চেষ্টা করছেন। শেষ পর্যন্ত দুজনের মধ্যে একটি অন্তরঙ্গ মুহূর্ত তৈরি হলো।”
এরপরই সেই ব্যক্তি আসল উদ্দেশ্য প্রকাশ করে বলেন, “আপনি যদি নগ্ন হতে চান, তবে নির্দ্বিধায় তা করতে পারেন।” এই কথা শুনেই স্তম্ভিত হয়ে যান জেমি।
তিনি সঙ্গে সঙ্গেই কড়া জবাব দিয়ে বলেন, “আপনি যদি আশা করেন যে আমি এই ভিডিও কলে কাপড় খুলে ফেলবো, তবে ভুল করবেন। আমাকে এ রকম কোনো কাজের ব্যাপারে আগাম জানানো হয়নি।” এই কথা বলেই তিনি ভিডিও কলটি কেটে দেন।
জেমি মনে করেন, এটি কোনো বড় কেলেঙ্কারির অংশ হতে পারত এবং সেদিন সতর্ক না থাকলে বড় কোনো অঘটন ঘটে যেত। ‘হাউসফুল ৪’, ‘ভূত পুলিশ’-এর মতো সিনেমায় অভিনয় করা জেমির এই স্বীকারোক্তি কাস্টিং কাউচের কদর্য রূপটিকেই আবার সামনে নিয়ে এলো।
বর্তমানে জেমি যুক্তরাষ্ট্রে তাঁর কমেডি ট্যুর ‘দ্য জেমি লিভার শো’ নিয়ে প্রস্তুতি নিচ্ছেন, যা আগামী ১ আগস্ট থেকে শুরু হবে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0