স্পোর্টস ডেস্ক
ঢাকা: খেলাটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। এখানে আইসিসির ক্রিকেট ডেভেলপমেন্ট কর্মকর্তা হিসেবে অনেক দিন কাজ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তাই সেখানকার মাঠ হাতের উল্টোপিঠের মতো চেনা তার। সে কারণেই হয়তো, তিনি জানেন সেখানে কেমন বিষয়গুলো পার্থক্য গড়ে দিতে পারে।
আজ বাংলাদেশের এশিয়া কাপ মিশন শুরু। প্রতিপক্ষ হংকং। তার আগে বুলবুল সেই অভিজ্ঞতা থেকেই জানালেন, ম্যাচের নিয়ামক হয়ে উঠতে পারে কোন কোন বিষয়গুলো।
তবে এশিয়া কাপে বাংলাদেশের ভালো সম্ভাবনা দেখছেন বুলবুল। বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবির কোচিং কোর্স ‘রান স্কোরিং ওয়ার্কশপ’-এর উদ্বোধন করে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, ‘আমাদের অনেকদূর যাওয়ার সম্ভাবনা আছে। এটা এমন একটা সংস্করণ, যেখানে ভবিষ্যদ্বাণী করা কঠিন। আমি খুবই আত্মবিশ্বাসী এই দল নিয়ে।’
সংযুক্ত আরব আমিরাতের উইকেট সম্পর্কে ধারণা রয়েছে আমিনুলের। তিনি বলেন, ‘সেখানে পার্থক্য গড়ে দেবে রানিং বিটউইন দ্য উইকেট ও ফিল্ডিং। এই সংস্করণে একই রকমের বোলিং ও ব্যাটিং সব দলই করে। কিন্তু রানিংয়ে যদি বাড়তি ১৫ রান করতে পারি আমরা কিংবা ফিল্ডিংয়ে যদি আর ১০টা রান বাঁচাতে পারি, এই ২৫টি রান ম্যাচের ভাগ্য গড়ে দেবে।’
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0