বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

উন্নত দেশের তুলনায় বাংলাদেশের গণমাধ্যম অনেক স্বাধীন: প্রেস সচিব

রাজধানীর সিরডাপ মিলনায়তনে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে এক সংলাপে তিনি এ কথা বলেন।

ফাইল ছবি

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: উন্নত দেশের তুলনায় বাংলাদেশের গণমাধ্যম অনেক স্বাধীন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (২৬ জুন) রাজধানীর সিরডাপ মিলনায়তনে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে এক সংলাপে তিনি এ কথা বলেন।

‘গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের সুরক্ষা ও আইনি কাঠামো বিশ্লেষণ’ শীর্ষক এই সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভার্নেন্স স্টাডিজ।

এতে অংশ নেন সাংবাদিক, রাজনীতিবিদ ও সুশীল সমাজের অনেকেই। স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতে আইনি পরিবর্তন, মালিকপক্ষের চাপ ও সেলফ সেন্সরশিপ থেকে বেরিয়ে আসতে হবে তাগিদ দেওয়া হয় সংলাপে।

আবদার না রাখলেই উল্টাপাল্টা কথা ছড়ানো হয়: আসিফ নজরুলআবদার না রাখলেই উল্টাপাল্টা কথা ছড়ানো হয়: আসিফ নজরুল

শেখ হাসিনার শাসন আমলে গণমাধ্যমের প্রতি সাধারণ মানুষের বিশ্বাসহীনতা জন্মায় উল্লেখ করে প্রেস সচিব শফিকুল আলম জানান, গত ১০ মাসে সরকার স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতে চেষ্টা করেছে।

প্রেস সচিব বলেন, ‘কেউ যদি বলেন যে বাংলাদেশে স্বাধীনতা নাই, একদম ফালতু কথা। বাংলাদেশের জার্নালিজমে এতো ফ্রিডম আছে, আমি বলব যে উন্নত বিশ্বেও এই ফ্রিডম নাই।’

সংলাপে জ্যেষ্ঠ সাংবাদিক সোহরাব হোসেন বলেন, ‘কে দোসর, কে দোসর নয় এটি আদালত নির্ধারণ করবে, এটাই বলা হয়। এখন যদি রাজনৈতিক উদ্দেশ্যে এই ট্যাগ লাগানো হয়, তার ভবিষ্যৎ কি হবে? একটা ভয়ের সংস্কৃতি কাজ করবে।’

সংলাপে উঠে আসে ৫ আগস্ট পরবর্তী সাংবাদিকদের নামে হত্যা মামলার বিষয়। কেউ মামলা করলে আইন মন্ত্রণালয়ের কিছু করার নেই জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, ডিজিটাল আইনের বেশিরভাগ মামলা প্রত্যাহার করা হয়েছে। আইন মন্ত্রণালয় থেকে কোনো সাংবাদিকদের জামিন দেয়া বা না দেওয়ার ব্যাপারে কোনো নির্দেশনা নেই।

এসময়, স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতে প্রচলিত সংস্কৃতি থেকে বেরিয়ে আসার প্রতি জোর দেন বক্তারা।

বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0