বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

ঠাকুরগাঁও সীমান্তে আটক ৬ বাংলাদেশিকে বিজিবির হাতে তুলে দিলো বিএসএফ

বিজিবির পক্ষে থেকে জানানো হয়েছে, তারা সবাই বালিয়াডাঙ্গী উপজেলার বাসিন্দা।

ফাইল ছবি

বাংলাফ্লো প্রতিনিধি

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রত্নাই সীমান্ত দিয়ে ভারত থেকে ফেরার পথে ছয় বাংলাদেশিকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে তুলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

রবিবার (২০ জুলাই) ভোররাতে ওই ছয় বাংলাদেশি দালালের মাধ্যমে সীমান্ত অতিক্রম করে নিজ দেশে ফিরছিলেন। তারা দীর্ঘদিন ধরে ভারতের একটি ইটভাটায় কাজ করতেন। ফেরার পথে ভারতের সোনামতি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের আটক করেন।

দুপুরে কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ আটককৃতদের ঠাকুরগাঁও ৫০ বিজিবির কাছে হস্তান্তর করে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত আটক ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। তবে বিজিবির পক্ষে থেকে জানানো হয়েছে, তারা সবাই বালিয়াডাঙ্গী উপজেলার বাসিন্দা।

বিজিবি জানায়, আটক ব্যক্তিরা ভারতে ইটভাটায় কাজ করতে যান। কয়েকদিনের ছুটি পেয়ে দালালের মাধ্যমে বাংলাদেশে আসছিলেন। ফেরার পথে ভারতের সোনামতি ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের আটক করেন।

এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীম আহমেদ ঢাকা পোস্টকে বলেন, আমরা ছয়জনকে পেয়েছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বালিয়াডাঙ্গী থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

বাংলাফ্লো/আফি

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0