এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: ভেনিসে বহুল আলোচিত রোমান্টিক কমেডি সিরিজ ‘এমিলি ইন প্যারিস’-এর পঞ্চম সিজনের শুটিং চলাকালীন এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। সিরিজটির ৪৭ বছর বয়সী সহকারী পরিচালক, ডিয়েগো বোরেলা, সহকর্মীদের সামনেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। এই আকস্মিক মৃত্যুতে সিরিজের পুরো ইউনিট এবং প্রযোজনা সংস্থায় শোকের ছায়া নেমে এসেছে।
ইতালির সংবাদমাধ্যম ‘লা রিপাবলিকা’ এবং বিবিসি-র প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায়, ভেনিসের বিখ্যাত হোটেল ড্যানিয়েলিতে। সহকর্মীরা যখন একটি দৃশ্য ধারণের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই ডিয়েগো বোরেলা তাঁদের সামনে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
খবর পেয়ে দ্রুত চিকিৎসকদের ডাকা হলেও, তাঁরা তাঁকে বাঁচাতে পারেননি। ঘটনাস্থলেই তাঁকে মৃত ঘোষণা করা হয়।
নেটফ্লিক্সের জন্য সিরিজটি প্রযোজনা করছে প্যারামাউন্ট টেলিভিশন স্টুডিও। তাদের একজন মুখপাত্র বিবিসি নিউজকে বলেন, “ ‘এমিলি ইন প্যারিস’ প্রযোজনা পরিবারের একজন সদস্যের আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে দুঃখিত।”
উল্লেখ্য, ‘এমিলি ইন প্যারিস’ সিরিজটি ২০২০ সালে করোনা মহামারীর সময় প্রথম পর্দায় আসে এবং বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এতে এমিলি কুপারের ভূমিকায় অভিনয় করেছেন লিলি কলিন্স। পঞ্চম সিজনটি চলতি বছরের শেষের দিকে প্রচারিত হওয়ার কথা ছিল। ডিয়েগো বোরেলার এই আকস্মিক মৃত্যু সিরিজের ভবিষ্যৎ এবং শুটিংয়ের উপর কোনো প্রভাব ফেলবে কি না, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0