বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ক্যাম্পাসের ভেতরে একটি ভবনের উপর বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তর ঘটনায় চিকিৎসাধীন দগ্ধদের খোঁজ নিতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
এর আগে সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল ছুটির সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। দুর্ঘটনায় আহত অন্তত ৫০ জনকে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।
বিকাল ৩টার দিকে দায়িত্বরত একজন আবাসিক চিকিৎসক সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, আহতদের কে কতটুকু দগ্ধ হয়েছেন, সেটা এখনও বের করা হয়নি। আমরা এখন পর্যন্ত রোগীদের প্রাথমিক চিকিৎসায় বেশি মনোনিবেশ করছি।
বাংলাফ্লো/আফি
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0