আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন ভূমজাইথাই পার্টির প্রেসিডেন্ট আনুতিন চার্নভিরাকুল। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দেশটির পার্লামেন্টে এমপিদের ভোটে সংখ্যাগরিষ্ঠ সমর্থন পেয়ে তিনি এ পদে নির্বাচিত হন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আনুতিনের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন পিউ থাই পার্টির জ্যেষ্ঠ নেতা চিকাসেম নিতিসিরি। তবে ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠ এমপি আনুতিনের পক্ষেই সমর্থন জানান।
থাইল্যান্ডের পার্লামেন্টের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের মোট আসন সংখ্যা ৪৯২। এর মধ্যে বিজয়ের জন্য ন্যূনতম ২৪৭ জনের ভোট প্রয়োজন ছিল। চূড়ান্ত ফলাফলে দেখা যায়, আনুতিন চার্নভিরাকুল পেয়েছেন ৩১১ জন এমপির সমর্থন।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0