বাংলাফ্লো প্রতিনিধি,
ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খুব সতর্ক থাকতে হবে। কিছু ঘটনা ঘটছে, যার আলামত ভালো না। আমরা ঐক্যবদ্ধ ও সতর্ক না থাকলে আরেকটি এক এগারো ঘটা অসম্ভব কিছু না।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় সুপ্রিম কোর্টে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
পিআর পদ্ধতির নির্বাচনকে অলিক ধারণা বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘পিআর পদ্ধতি একটি অলিক ধারণা, দেশের মানুষ যা বোঝে না। একটি মহল এ দেশে গণতন্ত্র চলতে দিতে চায় না। এমনকি শেখ মুজিবও চায়নি।’
এ সময় তিনি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের দাবি করেন। তিনি বলেন, আর দেরি করা ঠিক হবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে ড. মুহাম্মদ ইউনূসের সম্মান ক্ষুন্ন হতে পারে।
বিএনপির মহাসচিব বলেন, জুলাইয়ের স্পিরিট থেকে বাংলাদেশ সরে গেছে। এখন ঐক্যের জন্য নয়, এখন আমরা নিজের জন্য লড়ছি। তরুণরা এখন চাঁদার জন্য চিঠি দিচ্ছে।
বাংলাফ্লো/এনআর
Comments 0