মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

মেয়েকে ২৫০ কোটির বাংলো উপহার দিলেন আলিয়া-রণবীর

আলিয়া-রণবীরের এই বাংলোটি যে জমির উপর তৈরি হয়েছে, তা একসময় ছিল কিংবদন্তি অভিনেতা রাজ কাপুর এবং তাঁর স্ত্রী কৃষ্ণা রাজ কাপুরের।

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: অবশেষে অপেক্ষার অবসান। প্রায় দুই বছর ধরে নির্মাণের পর, সম্পূর্ণ হলো বলিউড অভিনেত্রী আলিয়া ভাট এবং অভিনেতা রণবীর কাপুরের স্বপ্নের বাংলো। মেয়ে রাহার জন্মের পর থেকেই এই তারকা দম্পতি তাঁদের রাজকন্যাকে একটি বিলাসবহুল বাংলো উপহার দেওয়ার পরিকল্পনা করেছিলেন। অবশেষে সেই ৬ তলা বিশিষ্ট বহুতল ভবনটি তৈরি হয়ে গেছে এবং এর সামনের অংশের ছবি ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে নজর কেড়েছে।

জানা গেছে, আলিয়া-রণবীরের এই বাংলোটি যে জমির উপর তৈরি হয়েছে, তা একসময় ছিল কিংবদন্তি অভিনেতা রাজ কাপুর এবং তাঁর স্ত্রী কৃষ্ণা রাজ কাপুরের। পরবর্তীতে সেই জমি পান রণবীরের বাবা ঋষি কাপুর এবং মা নীতু কাপুর। ঋষি কাপুরই এই জমি তাঁর একমাত্র পুত্র রণবীরকে দিয়ে যান। এবার সেই পারিবারিক জমির উপরেই ২৫০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫০ কোটি টাকা) ব্যয়ে এই বিলাসবহুল বাংলো তৈরি করে, তা মেয়ে রাহার নামে করে দিলেন রণবীর ও আলিয়া। এটি একটি ৬ তলা ভবন, যার প্রত্যেকটি ফ্লোরেই রয়েছে ঝুলন্ত বাগান।

সবচেয়ে উপরের তলায় রয়েছে একটি সুইমিং পুল, যেখান থেকে আরব সাগরের মনোরম দৃশ্য দেখা যায়। প্রত্যেকটি ফ্লোরে প্রায় ১০টি করে বড় আকারের ঘর রয়েছে। একটি সম্পূর্ণ ফ্লোর রণবীর তৈরি করেছেন ছোট্ট একটি সিনেমা হল হিসেবে। আর একটি গোটা ফ্লোর সাজানো হয়েছে শুধুমাত্র মেয়ে রাহার জন্য।

সূত্র অনুযায়ী, আগামী দিপাবলীতেই আলিয়া এবং ছোট্ট রাহা তাঁদের এই নতুন এবং স্বপ্নের বাংলোতে গৃহপ্রবেশ করবেন।

বাংলাফ্লো/এইচএম  

 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0