স্পোর্টস ডেস্ক
ঢাকা: আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটে পাওয়ার হিটিং বেশ গুরুত্বপূর্ণ। যা সব ফরম্যাটের ক্রিকেটকেই বদলে দিয়েছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ধারবাহিক হতে হলে যেকোনো ব্যাটারের জন্যই পাওয়ার হিটিংয়ে দক্ষতা অপরিহার্য। আর এই জায়গাতেই বাংলাদেশি ব্যাটারদের ব্যর্থতার চিত্র বারবার ফুটে উঠেছে। সম্প্রতি বেশ কয়েকজন তরুণ ব্যাটার পাওয়ার হিটিংয়ে উন্নতি করলেও দলগতভাবে এখনও পিছিয়ে টাইগাররা।
ক্রিকেটারদের পাওয়ার হিটিংয়ে দক্ষতা বাড়াতে বিশেষজ্ঞ কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বর্তমানে বিশ্ব ক্রিকেটে সেরা কোচদের একজন জুলিয়ান উড। তাকেই এবার টিম ম্যানেজমেন্টে যোগ করতে যাচ্ছে বিসিবি। ১০ আগস্ট বাংলাদেশে পা রাখবেন উড। এরপর বাংলাদেশ দলের সঙ্গে ২১ দিন কাজ করবেন।
ইংলিশ এই কোচের অধীনে বাংলাদেশের ব্যাটাররা উন্নত হবে বলে আশাবাদী বিসিবির পরিচালক আকরাম খান। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমাদের অনেকগুলো কোচ আছে যারা বাংলাদেশের ক্রিকেটারদের ভালো পর্যায়ে নিয়ে গেছে। ভালো কোচ অনেক সময়ই একটা খেলোয়াড়কে অন্য উচ্চতায় নিয়ে যায়। খেলোয়াড়দের অনেক কিছুই জানার থাকে। টি-টোয়েন্টি ফরম্যাটে প্রথম ছয় ওভারে ৬০-৭০ রান করতে হয়। টেকনিক্যালি এসব বিষয় অবশ্যই জুলিয়ান উডের থেকে খেলোয়াড়রা ভালোভাবে বুঝতে পারবে।’
আগামী মাসে এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। পরের বছর রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই ক্রিকেটাররা যত দ্রুত শিখবেন ততই ভালো হবে বলে মনে করেন আকরাম, ‘যত তাড়াতাড়ি সম্ভব খেলোয়াড়রা উডের কাছ থেকে শিখতে পারলে বাংলাদেশের জন্য ভালো হবে। বাংলাদেশ টি-টোয়েন্টিতে খারাপ খেলে না, ভালোই খেলে। কিছু জায়গায় উন্নতি করলে ইনশাআল্লাহ আরও ভালো করবে।’
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0